বাংলাহান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াশের (cyclone yaas) আগমনের পূর্বে বাংলায় প্রচণ্ড গরম আবহাওয়া (weather office) বিরাজ করছে। তাপমাত্রার পারদ ক্রমশ উপরের দিকে উঠছে। তবে এই করোনা আবহের মধ্যেই, গতবছরের স্মৃতি উসকে দিতে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াশ। সাগরে শক্তি বাড়িয়ে আগামী ২৬ শে মে আছড়ে পড়বে উপকূলভাগে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ শে মে নাগাদ আন্দামানের উত্তরে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হবে, যা সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হয়ে ২৪ শে মে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আকার নেবে। এই ঘূর্ণিঝড় আগামী ২৬ শে মে বিকেল নয়, সকালের দিকে ঘণ্টায় ৬৫ থেকে ৮৫ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়বে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। যার জেরে ২৫ তারিখ থেকেই বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে।
বাংলার মানুষের কাছে আমফানের স্মৃতি এখনও টাটকা। আর এরই মাঝে ইয়াশের আগমনের খবরে কিছুটা আশঙ্কায় রয়েছে মানুষজন। সরকার আগে থাকতেই বিপর্যয় মোকাবিলার জন্য নানারকম পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। অন্যদিকে সমুদ্রের মৎস্যজীবীদের ২৩ শে মে’র মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেইসঙ্গে ২৪ শে মে সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বিকেলে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
সকাল থেকেই চড়া রোদের তেজ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকায়। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বাড়তেই এই রোদের তেজ আরও তীব্র হবে এবং বিকেলের দিকে বেশকিছু এলাকায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।