শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, পঞ্চমীতেই ধেয়ে আসছে বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ এবছর দূর্গা পুজোয় বৃষ্টির আগাম পূর্বাভাস আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর (Weather office)। তবে এখন জানা যাচ্ছে পঞ্চমী (Maha Panchami) থেকেই নাকি বৃষ্টিতে ভিজতে পারে বাংলার মানুষজন। বঙ্গোপসাগরে সংগঠিত নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে।

weather 759 1

আজকের আবহাওয়া
পঞ্চমীর সকালে বেশ রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। বাতাসে উষ্ণতার পরিমাণও বেশ কিছুটা কম। হালকা ঠাণ্ডা আমেজ বিরাজ করেছে চারিদিক। পুজোয় বৃষ্টির পাশাপাশি এবছর জাকিয়ে শীত পড়ার আগাম পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

rain kol55 1593941626

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা প্রবল।

বৃষ্টি কোথায় কোথায় হবে?
মধ্য বঙ্গোপসাগরে সংগঠিত নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে। আগামী ২৪ ঘণ্টায় তা উত্তর পশ্চিমে অগ্রসর হতে চলেছে। ৫০-৬০ কিমি গতিবেগ নিয়ে ষষ্ঠী থেকে নবমীর মধ্যে বাংলার বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং নদিয়ায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

1593934800 Sentu 1

বাংলার পরিস্থিতি
বাংলার উত্তরের আকাশে আপাতত কোন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বুধবার কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা দিলেও, আগামী ২৪ ঘণ্টায় প্রায় সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা।

Smita Hari

সম্পর্কিত খবর