চোখ রাঙাচ্ছে আরও ৩ নিম্নচাপ, আর কতদিন চলবে বৃষ্টি জানাল আবহাওয়া দফতর: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ এখনই কমবে না এই দুর্যোগে। রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে, এখন জলমগ্ন দক্ষিণবঙ্গের বহু এলাকা। আবার আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, চোখ রাঙাচ্ছে আরও ৩ নিম্নচাপ। যার জেরে ভারী বৃষ্টির ধারা অব্যাহত থাকবে আগামী সপ্তাহ অবধি।

সোমবার দিনভোর ভারী বৃষ্টির পর, মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির বদলে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণাবর্ত এবার কিছুটা পশ্চিম দিকে সরছে। যার জেরে সাময়িক কমলেও, থামার কোন সম্ভাবনা নেই। সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় জারী করা হয়েছে নিষেধাজ্ঞা, উপকূলেও জারী রয়েছে সতর্কবার্তা।

107740027 gettyimages 1153350777

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা29 ° C
সর্বনিম্ন তাপমাত্রা26° C
আদ্রতা92%
বাতাস13 km/h
মেঘে ঢাকা94%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Kol1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
গতকালের মত আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর বুধবার বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়।

1632137731 lockgate main

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর