শৈত্যপ্রবাহের হাত থেকে সাময়িক মুক্তি পেলেও, ফের হাড় হিম করা ঠান্ডায় কাঁপবে বঙ্গবাসী: আবহাওয়ার খবর

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ ডিসেম্বরের শুরুতে সেভাবে শীত অনুভূত না হলেও, মাসের শেষ এবং বছরের শেষের দিকে বেশ শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছিল, দুদিন তাপমাত্রার পারদ বেশ কিছুটা নেমে গেলেও, বুধবার থেকে কিছুটা বাড়তে পারে তাপমাত্রার পারদ। আর তেমনটাই দেখা গেল বুধবার সকাল থেকে।

সোম মঙ্গলের ঠান্ডা মানুষের হাড়ে গিয়ে লেগেছিল। সকাল থেকে রাত অবধি ঠান্ডায় কাঁপুনি ধরে গিয়েছিল বঙ্গবাসীর। বেশকিছু জায়গায় অনুভূত হয়েছিল শৈত্যপ্রবাহ। তবে বুধবার সকাল থেকে সেই ঠান্ডার প্রভাব বেশ কিছুটা কমে গিয়েছে, কিছুটা হলেও ঠান্ডার হাত থেকে সাময়িক ছাড় পেয়েছে বাংলার মানুষ। তবে আবারও বাড়তে পারে ঠান্ডার প্রকোপ এমনটাও জানা গিয়েছে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 25° C
সর্বনিম্ন তাপমাত্রা 14° C
আদ্রতা 86%
বাতাস 8 km/h
মেঘে ঢাকা 51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় আর নেই বললেই চলে। বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

X