বাংলার এই ১১ টি জেলায় হবে বজ্রপাতসহ ভারী বৃষ্টি, সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে বাংলার দুইদিকেই বৃষ্টির ধারা অব্যাহত। এই রেশ বজায় থাকবে গোটা সপ্তাহ জুড়েই। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, আজ থেকে বাংলার উত্তরের এবং দক্ষিণের জেলাগুলোতে বাড়তে বৃষ্টিপাতের পরিমাণ। শুক্রবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি।

ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের ২৩ শে জুলাই একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আবার বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর ২৬ শে জুলাইও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে দুইবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। সেই কারণে ২৩ শে জুলাইয়ের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়ার পাশাপাশি, আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 35° C
সর্বনিম্ন তাপমাত্রা 28° C
আদ্রতা 87%
বাতাস 14 km/h
মেঘে ঢাকা 90%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বৃষ্টিপাত এবং রাতের দিকে কয়েকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদ বাড়তে পারে বেশকিছুটা।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বৃহস্পতি এবং শুক্রবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বৃহস্পতিবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবার রয়েছে উত্তরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে হওয়া এই বৃষ্টিপাত জারী থাকবে আগামী সপ্তাহ অবধি।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

X