বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূলে এগোচ্ছে। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, যার ফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং পূবালী হাওয়ার প্রভাবে রাজ্যের বেশ কিছু জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। মঙ্গলবার দক্ষিণে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও কলকাতায় এবং বুধবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 32° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 22° C |
আদ্রতা | 81% |
বাতাস | 0 km/h |
মেঘে ঢাকা | 51% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে হালকা বৃষ্টি হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। তবে ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে শীত পোশাক। জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বঙ্গবাসী। আর এখনই তো একদিকে পিকনিক, আর অন্যদিকে পিঠে পুলি খাওয়ার সময়।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে ও রাতের দিকে আবছা রোদ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।