বাংলাহান্ট ডেস্কঃ ষষ্ঠীতেই আকাশের মুখ অন্ধকার। কালো মেঘে ছেয়ে আছে গোটা আকাশ। আবহাওয়া দফতর (Weather office) আগেই পূর্বাভাস দিয়েছিল, এবার পুজো মাটি করতে মাঠে নামবে বৃষ্টি অসুর। একে করোনা, দুইয়ে বৃষ্টি সব মিলিয়ে এবারের পুজোর আনন্দ বাড়িতে থেকেই উপভোগ করতে হতে পারে উৎসব প্রিয় বাঙালীকে।
নিম্নচাপের জেরে বৃষ্টি
মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ষষ্ঠী ও সপ্তমীতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজকের আবহাওয়া
ষষ্ঠীর সকালে মেঘে ঢাকা আকাশ দেখা যাচ্ছে। সূর্য ঢেকেছে মেঘের ছায়ায়। মায়ের আগমনের সঙ্গে সঙ্গে বৃষ্টিরও আগমন ঘটতে চলেছে বাংলায়, এমনটা জানিয়েছে হাওয়া অফিস। বেশ কিছু এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতাও। পুজোয় বৃষ্টির পাশাপাশি আবার এবছর জাকিয়ে শীত পড়ার আগাম পূর্বাভাসও দিয়েছে আবহাওয়াবিদরা।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা প্রবল।
জারি হয়েছে সতর্কতাও
ষষ্ঠী থেকে শুরু হয়ে অষ্টমী অবধি এই বৃষ্টির আমেজ থাকবে, এমনটাই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই মতই এগোচ্ছে আবহাওয়াও। ষষ্ঠীর সকালেই অন্ধকার নেমে এসেছে গোটা শহর জুড়েই। কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল বৃষ্টিপাত। হুগলি, নদিয়া, হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য জারি হয়েছে কমলা সতর্কতাও। সমুদ্রতীরবর্তী এলাকাতেও জারি হয়েছে সতর্কতা।