সপ্তমীর সকালেই শুরু বৃষ্টি, মেঘের অবস্থা নিয়ে বড়োসড়ো আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ আজ মহা সপ্তমী (Maha Saptami), সপ্তমীর আকশে সকাল থেকেই আবহাওয়ায় (Weather) আগমন ঘটেছে বৃষ্টি অসুরের। সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বর্ষণ শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ষষ্ঠী থেকেই দু এক পশলা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

76912590

শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ
বঙ্গোপসাগরে সংগঠিত নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করেই চলেছে। ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। আবহাওয়াবিদদের মতানুসারে, বঙ্গোপসাগরের এই নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হয়ে কলকাতা থেকে ৩৫০ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে উঠবে। ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

rain alert

আজকের আবহাওয়া
সপ্তমীর সকালে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। সূর্য ঢেকেছে কালো মেঘের ছায়ায়। মায়ের আগমনের সঙ্গে সঙ্গে বৃষ্টিরও আগমন ঘটেছে বাংলায়। বেশ কিছু এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতাও। পুজোয় বৃষ্টির পাশাপাশি তাপমাত্রার পারদও নেমেছে বেশ কিছুটা।

Business Line I 1

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মাঝে-মধ্যে বৃষ্টি, কখনও কখনও ভারী, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা প্রবল।

image 94291 1573206645

জারী হয়েছে সতর্কবার্তা
নিম্নচাপের জেরে কলকাতা, হুগলি, নদিয়া, হাওড়ায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদেরও। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার কারণে অষ্ঠমী অবধি মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। নবমী থেকে আবহাওয়ার উন্নতির ধারণা করছেন আবহাওয়াবিদরা।


Smita Hari

সম্পর্কিত খবর