বাংলার বেশকিছু এলাকায় আর কয়েকঘন্টার মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পরপর তিনটি নিম্নচাপ চোখ রাঙ্গাচ্ছিল বাংলার দিকে। আবাওহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, সেই লগ্নে বাকি আরও একটি নিম্নচাপ, যা শনিবার রবিবার নিজের রূপ দেখাতে চলেছে। যার কারণে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবার, এই চলতে থাকা নিম্নচাপের জেরে আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা সংলগ্ন বেশকিছু এলাকায় আগামী কিছু সময়ের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারের বৃষ্টির জেরে এখন বহু এলাকা জলের তলায় রয়েছে। সেই জল সরে যাওয়ার আগেই, আবারও ভারী বৃষ্টির সম্মুখীন হতে চলেছে বাংলার দক্ষিণের মানুষজন।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 32 ° C
সর্বনিম্ন তাপমাত্রা 26° C
আদ্রতা 89%
বাতাস 10 km/h
মেঘে ঢাকা 94%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
কয়েকঘন্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশ, ঝাড়গ্রাম এবং কলকাতার বেশকিছু এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মায়ানমার উপকূলে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, ঝাড়খণ্ডের উপর থাকা নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা- সবকিছু মিলিয়ে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। সেই কারণে শনিবার থেকেই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনকি মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞাও জারী করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

X