তাপমাত্রার পারদ চড়লেও, জাঁকিয়ে শীতের আমেজ চলবে শেষ ডিসেম্বর অবধিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ ডিসেম্বরের শেষের দিকে এসে ভালোই শীতের কামড় অনুভব করছে বাংলার মানুষ। আবহাওয়ার (weather) পারদ কিছুটা উর্দ্ধমুখী হলেও, ঠাণ্ডার রেশ কিন্তু ভালোই রয়েছে। হাওয়াও দিচ্ছে ফুরফুর করে। বেশ জাঁকিয়ে ঠাণ্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে।

শীত চলবে শেষ ডিসেম্বর অবধি
সামনেই বড়দিন, তার আগে বেশ ঠাণ্ডা পড়তে শুরু করে দিয়েছে। তাই সোয়েটার, টুপি পড়েই বড়দিনের আনন্দে মাতোয়ারা হতে প্রস্তুত বাংলার মানুষ। এদিকে আবার আবহাওয়া দফতর জানিয়েছে, এই জাঁকিয়ে শীতের আমেজ চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত। এভাবেই শীতের কামড় অনুভব করবে বঙ্গবাসী।

cold 1577605363

বাংলার বেশ কয়েকটি জেলায়, যেমন – ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে চলবে প্রবল শৈত্যপ্রবাহ। বুধবার থেকে হয়ত কিছুটা তাপমাত্রার কিছুটা হলেও পরিবর্তন ঘটতে পারে। বদলাতে পারে আবহাওয়ার পরিস্থিতি।

আজকের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে বেশ ঠাণ্ডা অনুভুত হচ্ছে। তাপমাত্রার পারদ কিছুটা চড়লেও, ঠাণ্ডার আমেজ কিন্তু বেশ রয়েছে। বড়দিনের দিনের আনন্দে আতোয়ারা হওয়ার আগেই ঠাণ্ডার কামড়ে কাঁপছে তিলোত্তমা। মানুষজন হালকা শীতবস্ত্র ছেড়ে গায়ে তুলে নিয়েছে ভারী মোটা শীতের পোশাক।

hbbknkjn

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ঠাণ্ডার এই আমেজ চলবে সপ্তাহের শেষ অবধি এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।


Smita Hari

সম্পর্কিত খবর