সকাল থেকেই আকাশের মুখ ভার, কবে থামবে এই বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকে হালকা রোদের ছটা দেখা গেলেও, আকাশে কালো মেঘের আনাগোনাই বেশি রয়েছে। বিগত কয়েকদিনের মতই আকাশের মুখ ভার থাকায়, আজও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর (weather office)। তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস।

এমনিতেই গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। তবে সে জল সরে গেলেও, এখন অন্য বিষয়ে বঙ্গবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টানা বৃষ্টির জেরে এমনিতেই নদীর জল ফুলে ফেঁপে রয়েছে, তারউপর আগামী ২৬ শে জুন ভরা কোটালে আবারও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় মুখ্যমন্ত্রী।

karnataka post

তিনি বলেছেন, ‘বড় বান আসার ফলে সাগরের উচ্চতা ৬ মিমি হয়ে যাবে। সতর্ক থাকতে বলা হচ্ছে জেলাশাসকদের। রামবাগ, উদয়নারায়ণপুর, উত্তর ২৪ পরগনা, বীরভূম, খানাকুল, হাওড়ার আমতা, বাগনান, বাঁকুড়া, বর্ধমানের বেশকিছু এলাকা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা’।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা31° C
সর্বনিম্ন তাপমাত্রা26° C
আদ্রতা91%
বাতাস8 km/h
মেঘে ঢাকা66%

m ms

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

আজ এবং আগামীকাল বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়ায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain 23

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর