এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস! লাল, হলুদ, কমলা সতর্কতা জারি: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। আজই তা শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ইয়াসে (cyclone yaas) পরিণত হওয়ার আগাম সংকেত দিয়েছে আবহাওয়া দফতর (weather office)। এরপর ধাপে ধাপে ধাপে সেই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে বাংলার দিকে। বাংলা ও ওড়িশা উপকূল হয়ে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝ দিয়ে সুন্দরবন হয়ে বইবে ইয়াস।

ঘূর্ণিঝড় তাউকেটে 800x445 1

হাওয়া অফিস সূত্রে খবর, প্রথমে সোমবার বাংলা ও ওড়িশা উপকূলে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে শুরু করবে। তারপর মঙ্গলবার দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সঙ্গে ৭০ কিমি বেগে হাওয়াও বইবে। এরপর বুধবার সকালে সর্বোচ্চ ৮০ কিমি, দুপুরে ১১০ কিমি এবং সন্ধ্যায় ১৫৫-১৬৫ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। এই আবহাওয়া কমতে থাকবে বৃহস্পতিবার সকাল থেকে।

ঘূর্ণিঝড় ‘যশ 1

বঙ্গবাসীকে সতর্ক করতে জারী করা হয়েছে লাল হলুদ এবং কমলা সতর্কতা। ২৫ শে মে অর্থাৎ আগামীকাল মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

yash bg 20210519083131

কলকাতা, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুরে ২৬ শে মে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য জারী করা হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে ২৭ শে মে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ইয়াসের প্রভাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

vvvdbv

আজকের আবহাওয়া
সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে ভারি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ইয়াসে আগমনের প্রভাব দেখা যাবে সোমবার থেকেই।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর