এখনও কাটেনি দুর্যোগের কালো মেঘ, শনি-রবিতে হানা দেবে আরও এক নিম্নচাপ: আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দুর্যোগের কালো মেঘ এখন কাটেনি বাংলার ওপর থেকে। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে,  শনিবার উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে সপ্তাহান্তে আবারও ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকা।

হাওয়া অফিস জানিয়েছে, মায়ানমার উপকূলে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, ঝাড়খণ্ডের উপর থাকা নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা- সবকিছু মিলিয়ে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। সেই কারণে শনিবার থেকেই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনকি মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞাও জারী করা হয়েছে।

rain

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 34 ° C
সর্বনিম্ন তাপমাত্রা 26° C
আদ্রতা 86%
বাতাস 0 km/h
মেঘে ঢাকা 69%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
শনিবার কলকাতার আকাশে কালো মেঘের আনাগোনা লক্ষ্য করা যাবে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব-পশ্চিম মেদিনীপুরে রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। রবিবার বৃষ্টি বৃদ্ধির কারণে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সর্তকতা জারী করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

X