বাংলার ৭ টি জেলায় হতে চলেছে ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রপাত: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ ভাদ্রের সকালগুলো দক্ষিণবঙ্গে বেশ খানিকটা গরম দিয়েই শুরু হয়েছে। কিন্তু উত্তরের বাতাসে বৃষ্টির ধারা অব‍্যহতই রয়েছে। তবে আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, ঘূর্ণাবর্তের হাত ধরে পরিবর্তীত হতে চলেছে দক্ষিণের বাতাস। রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে বর্তমানে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখন উত্তরের জেলাগুলতে বৃষ্টি বাড়লেও, গরম বাড়বে দক্ষিণের জেলাগুলোতে। হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখা গেলেও, বাড়বে আদ্রতা জনিত অস্বস্তির পরিমাণ। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা34° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা85%
বাতাস11 km/h
মেঘে ঢাকা76

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাসের সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বুধবার সকালের দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং-র বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি,  দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কিছু কিছু জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাসের সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর