আর ২৪ ঘন্টার মধ্যেই বাংলার ৫ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই সূর্যের ব্যাপক তেজ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়ার (weather) এমনই রূপ তাতে করে বর্তমানে বসন্ত কাল নাকি গ্রীষ্ম কাল- তা বোঝা বড় দায়। বসন্তের প্রেমময় হাওয়ার বদলে যেন লু বইছে বাতাসে। রোদের তেজ শরীরের যে অংশেই লাগছে, সেখানেই যেন পুড়ে ছাই হওয়ার জোগাড়।

আবহাওয়া দফতর জানাচ্ছে, কিছু সময়ের মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরের বেশকিছু এলাকায় বজ্য বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এইসকল এলাকা ছাড়া বাকি জায়গাগুলো শুকনোই থাকবে। তবে আবারও সোমবার নাগাদ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আগাম পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানাচ্ছে।

rain66 1599989498

অন্যদিকে বাংলার উত্তরে আগামী ২৪ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এ রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাকি জায়গাগুলোতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আপাতত।

আজকের আবহাওয়া
বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

heat1 31 1490932856

আজকের দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে অস্বস্তিকর আবহাওয়া কিন্তু থাকবেই। তীব্রদাহে বঙ্গবাসীর প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। মন চায় একটু বৃষ্টির ছোঁয়া। এখনই কেমন যেন গরমে হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছে। চৈত্রের রোদে দিশেহারা বঙ্গবাসী।


Smita Hari

সম্পর্কিত খবর