কিছু ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ধেয়ে আসছে ভারি বৃষ্টি, বড়োসড়ো আপডেট দিল আবহাওয়া দফতর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: IPL -এর মতোই উত্তর বঙ্গে চলছে আবহাওয়ার (weather) জোরতার ম‍্যাচ। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির এই ম‍্যাচ শনিবার অর্থাৎ আজই শেষ হবে। বঙ্গোপসাগরের নিম্নচাপের রেশ সামলাতে গিয়ে নাজেহাল বাংলার উত্তরের মানুষজন। বন‍্যা পরিস্থিতি হবার জোগাড়।

আজকের আবহাওয়া
আজ কলকাতা শহরে সকাল থেকে সেভাবে বৃষ্টির দেখা নেই। গতকাল বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পর আজ সূর্যের দেখা মিলেছে। তবে আকাশ সামান্য মেঘলাও রয়েছে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হলেও, রাতের দিকে মূলত আবছা থাকবে।

বাংলার উত্তরের আকাশ
বেশ কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। জলমগ্ন হয়ে রয়েছে বেশ কিছু এলাকাও। ধসও নেমেছে বিভিন্ন এলাকায়। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার অবধি চলবে এই ভারি বৃষ্টির আমেজ। তবে লাগাতার বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে।

দক্ষিণের পরিস্থিতি
বাংলার উত্তরের পাশাপাশি দক্ষিণেরও বেশ কিছু এলাকায় চলেছে বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণ বঙ্গে সেভাবে ভারি বৃষ্টির কোন পূর্বাভাস নেই। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এবছরের মত এই মাসেই ভারত থেকে বিদায় নেবে বর্ষা।

X