আর কয়েক ঘণ্টা পরেই বাংলার এইসব এলাকায় ঝেঁপে নামবে বৃষ্টি: আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর (weather office)। পাশাপাশি দক্ষিণবঙ্গে ছিল গরম বৃদ্ধির পূর্বাভাস। তবে এবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা সঙ্গে জানিয়েছে, বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গেও।

গোরখপুর থেকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করলেও ক্রমশ দক্ষিণ দিকে সরছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি ঘূর্ণাবর্ত অবস্থান করছে রাজস্থান এবং তামিলনাড়ু উপকূলে। যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণের বাতাসে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদার বেশ কয়েকটি এলাকায় ঝেঁপে নামবে বৃষ্টি , সঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও ।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ° C
সর্বনিম্ন তাপমাত্রা ২৪° C
আদ্রতা 85%
বাতাস 11 km/h
মেঘে ঢাকা 76

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাসের সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বৃহস্পতিবার কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি,  দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণের বেশ কিছু এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরের জেলাগুলোতে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কিছু কিছু জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাসের সম্ভাবনা রয়েছে।

X