বর্ষশেষে বদলাচ্ছে বাংলার আবহাওয়া, জাঁকিয়ে শীত নাকি তাপমাত্রা বৃদ্ধি- রইল আবহাওয়া দফতরের পূর্বাভাস

বাংলাহান্ট ডেস্কঃ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের কারণে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশের পথে বাঁধা পাচ্ছে। যার কারণে ঠান্ডার মাত্রা কিছুটা হলেও এখন কম বাংলায়। একদিকে বঙ্গবাসী যেমন বড়দিন, বর্ষশেষ এবং বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে, তেমনই অন্যদিকে তাপমাত্রাও যেন এই আনন্দের পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। খুব বেশি ঠান্ডা না থাকায়, মানুষজন নিজেদের পছন্দমত ঘুরে বেড়াতেও দ্বিধা বোধ করছেন না।

তবে আবহাওয়া অফিস (weather office) জানিয়েছিল, শুক্রবার এবং রবিবার একটি করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। যার ফলে, কিছুটা হলেও বাঁধা পাচ্ছে উত্তুরে হাওয়া। যাতে করে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে সামান্য বৃষ্টি হলেও, উত্তরবঙ্গের বাকি জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের দিকে নেই বৃষ্টির সম্ভাবনা। বরং, তাপমাত্রার পারদ সামান্য হলেও চড়তে পারে।

todays Weather report 25 th december of west Bengal

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা27° C
সর্বনিম্ন তাপমাত্রা18° C
আদ্রতা90%
বাতাস0 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

todays Weather report 20 th december of west Bengal

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় আর নেই বললেই চলে। বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর