বাংলাহান্ট ডেস্কঃ ঠাণ্ডার পরশ ধীরে ধীরে কমতে শুরু করেছে। আবহাওয়ার (weather) শিরোনামে জায়গা করছে ফাগুনের আগুন। ফাল্গুনের শুরু থেকেই বেশ করে তাপমাত্রার পারদ চড়তে শুরু করে দিয়েছে। ঠাণ্ডার সময় শেষ, এখন শুধু তাপমাত্রার বৃদ্ধির পালা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখন আর শীত পড়ার আর কোন সম্ভাবনা নেই। গরম পোশাকও ধীরে ধীরে এবার আলমারিতে নিজের জায়গায় ফিরে যাচ্ছে। কিছুদিন আগে পর্যন্তও যে সকালের দিকে আর রাতের দিকে হালকা ঠাণ্ডার আমেজ বিরাজ করছিল, তা ধীরে ধীরে উষ্ণতার পারদ স্পর্শ করছে।
এরই মধ্যে আবার জানা গিয়েছে, জম্মু কাশ্মীরে ফেব্রুয়ারীতেই তাপমাত্রা রেকর্ড সীমা পার করে গেছে। জম্মুতে ১৪ বছরের এবং কাশ্মীরে ৪৮ বছরের রেকর্ড ভেঙ্গে গিয়েছে।
আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার সকাল থেকে রোদের তেজ লক্ষ্য করা না গেলেও, মেঘের ফাঁকা দিয়ে রোদ উঁকি দিচ্ছে। আবছা রোদে ছেয়ে রয়েছে গোটা পরিবেশ। কোকিলের ডাক এখনও সেভাবে শোনা না গেলেও, বসন্তের মনোরম আবহাওয়া সকালের দিকে বেশ ভালোই অনুভূত হচ্ছে।
ব্যাডিংপত্র গুছিয়ে বাড়ির দিকে এগোচ্ছে শীত। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বিশেষত কলকাতায় সেরকম কোন সম্ভাবনা নেই। এখন শুধু বসন্তের আমেজে ভেসে যাওয়ার পালা। আর সেইসঙ্গে বাড়ছে তাপমাত্রা। উত্তরের জেলাগুলোতে দ্রুত গরমের প্রভাব না পড়লেও, দক্ষিণ দিকে বেশ গরম অনুভূত হতে শুরু করে দিয়েছে।