দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা, চলবে তীব্র বজ্রপাত: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টির দাপট কমে গিয়ে, বাড়ছে আদ্রতাজনিত অস্বস্তির পরিমাণ। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমের উপর দিয়ে বয়ে গিয়েছে। যার জেরে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে, দুই বঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার হাওয়া অফিস জানিয়েছে, এবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বর্ষা, অর্থাৎ সঠিক সময় অবধিই থাকবে।

অন্যদিকে, শনিবার ভরা কোটালে নদীর জলস্তর বৃদ্ধি পাবার আশঙ্কায় আগে থাকতেই সাগর এবং নদী তীরবর্তী এলাকাকে রক্ষার জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টির পর, বর্তমানে সেভাবে ভারী বর্ষণের পূর্বাভাস না থাকার কারণে, নদীর জলস্তর বাড়লেও ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকটাই কম রয়েছে।

vvhcvsv

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা83%
বাতাস14 km/h
মেঘে ঢাকা63%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

karnataka post

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

দক্ষিণবঙ্গের হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর