নির্বাচনের আগে কেমন থাকবে বাংলার আকাশ- আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় প্রথম দফার নির্বাচন আগামীকাল। এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে কেমন থাকবে বাংলার আবহাওয়া (weather)? এবিষয়ে আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বাংলার বেশকিছু এলাকার তাপমাত্রা একদিকে যেমন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমন কিন্তু অন্যদিকে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

বাংলার দক্ষিণে রবিবার অবধি তাপমাত্রা শুকনো স্বাভাবিক থাকলেও সোম মঙ্গলবার নাগাদ একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীয়া, পূর্ব- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানাচ্ছে। আগামী সোমবার এবং মঙ্গলবার এরকমই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

bbbb

অন্যদিকে বাংলার উত্তরের বেশকিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানাচ্ছে।

আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

unnamed 1 10

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন নাও হতে পারে। সকাল থেকে কখনও তীব্র রোদ আবার কখনও হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখা যাচ্ছে। তবে অস্বস্তিকর আবহাওয়া কিন্তু থাকবেই। তীব্রদাহে বঙ্গবাসীর প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। মন চায় একটু বৃষ্টির ছোঁয়া। এখনই কেমন যেন গরমে হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছে। চৈত্রের রোদে দিশেহারা বঙ্গবাসী।


Smita Hari

সম্পর্কিত খবর