বর্ষশেষে বৃষ্টিতে ভিজতে চলেছে বঙ্গবাসী, বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরে জাঁকিয়ে ঠান্ডার রেশ থেকে কিছুটা বঞ্চিত রয়েছে বঙ্গবাসী। তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশিই রয়েছে। তবে এরই মধ্যে আবার আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, শীতের পারদ না চড়লেও, বর্ষশেষে বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গবাসী।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার এবং বুধবার রাজ্যের কিছু কিছু এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরে যেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তেমন রয়েছে দক্ষিণেও। পূর্বাভাস বলছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং-এও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

todays Weather report 30 th november of west Bengal

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা28° C
সর্বনিম্ন তাপমাত্রা19° C
আদ্রতা90%
বাতাস0 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

in delhi winter 0 1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর