বাংলাহান্ট ডেস্কঃ শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। মাঘের দ্বিতীয় সপ্তাহেও শীতের বেশ খামখেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, আগামী ২-১ দিনের মধ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আপাতত নেই বৃষ্টির সম্ভাবনাও। এই মুহূর্তে আর জাঁকিয়ে শীত পড়ার কোন পূর্বাভাস নেই বললেও চলে।
রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে তা উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যার কারণেই সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। শীত বিদায়ে এবার আবহাওয়ার খবরে একটু একটু করে নিজের জায়গা বুঝে নেবে ঋতুরাজ বসন্ত। তবে জেলায় জেলায় হালকা শীত অনুভূত হলেও, শহরতলিতে হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাবে।
আজকের আবহাওয়া
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে প্রচুর রোদ এবং রাতের দিকে পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। গতকালের তুলনায় আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই সামান্য কমতে পারে।
হাওয়া অফিস সতর্কবার্তা দিয়েছে, এখনই যেন বঙ্গবাসী লেপ -কম্বল তুলে না রাখে। কারণ শেষ বেলায় একটু ঝটকা দিলেও দিতে পারে শীত। তবে আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি তাপমাত্রারও বিশেষ কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে না। দক্ষিণবঙ্গে থাকতে পারে সামান্য কুয়াশা। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী কুয়াশা দেখা যেতে পারে।