প্রথম দফা নির্বাচনে বাংলায় অস্বস্তিকর গরম, বৃষ্টি নিয়ে কি আপডেট দিল আবহাওয়া দফতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শুরু হল বাংলার প্রথম দফার নির্বাচন। বাংলার এই প্রথম দফা নির্বাচনে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া (weather), আপডেট দিল আবহাওয়া দফতর। একদিকে তাপমাত্রার পারদ চড়ছে, অন্যদিকে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এরই মধ্যে বৃষ্টির কি কোন সম্ভাবনা রয়েছে? জেনে নিন হাওয়া অফিসের আপডেট।

শনিবার বাংলার প্রথম দফা ভোটের দিন বাংলার আকাশ বেশ উত্তপ্তই থাকবে। বাড়বে অস্বস্তিকর গরম। চড়বে তাপমাত্রার পারদ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই, গুমোট গরমে নাজেহাল হয়ে পড়বে বঙ্গবাসী- এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

তবে আজকের পর থেকে বেশকিছু উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, হাওড়া, হুগলি এবং কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ারে রবিবার থেকে সামান্য বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস দিল হাওয়া দফতর।

আজকের আবহাওয়া
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রার কোন পরিবর্তন না হলেও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সকাল থেকে কখনও তীব্র রোদ আবার কখনও হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখা যাচ্ছে। তবে অস্বস্তিকর আবহাওয়া কিন্তু থাকবেই। তীব্রদাহে বঙ্গবাসীর প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। মন চায় একটু বৃষ্টির ছোঁয়া। এখনই কেমন যেন গরমে হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছে। চৈত্রের রোদে দিশেহারা বঙ্গবাসী।

X