বাংলাহান্ট ডেস্কঃ রবিবার থেকে আবারও নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। আবহাওয়ার (Weather) শিরোনামে এবার জায়গা করে নেবে কনকনে ঠাণ্ডার পূর্বাভাস। নিভার ঘূর্ণিঝড়ের প্রভাব প্রত্যক্ষভাবে বাংলায় না পড়লেও, তার পরোক্ষ প্রভাবে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। বিগত ২-৩ দিন বাংলায় আবারও তাপমাত্রার পারদ নিম্নগামী হওয়ার বদলে উর্দ্ধগামী হয়েছিল। কিন্তু আজকে আবারও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে দাঁড়িয়েছে।
আজকের আবহাওয়া
এদিকে শুক্রবার সকাল থেকে কলকাতা শহরের তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। মাঝখানে কদিন একটু ঠাণ্ডার দাপট দেখিয়ে আবারও তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধির দিকে এগোচ্ছে। তবে শীতের প্রস্তুতি নিতে ইতিমধ্যেই শীত পোশাক পড়তে শুরু করেছে মানুষজন। আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার থেকে আবারও কমতে শুরু করবে তাপমাত্রার পারদ।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছেন, বাংলার আকাশে সকালের দিকে মূলত মেঘলা আকাশ থাকবে এবং রাতের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
GCTP is acting upon immediately to facilitate rescue and relief operations across the city. Fallen trees on roads are being cleared immediately with the help of @chennaicorp officials to keep the city roads safe.#NivarCyclone#ChennaiRains#GCTP_Cares #ChennaiTrafficPolice pic.twitter.com/DLkRAARwNF
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) November 26, 2020
নিভারের প্রভাব
নিভার ঘূর্ণিঝড়ের প্রভাবে পুদুচেরি এবং তামিলনাড়ুতে বেশ কিছু জায়গা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গাছপালা, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে, ভেঙ্গে পড়েছে বেশ কয়েকটি বাড়িও। সর্বোপরি সবরকম সতর্কতা মেনে চলার পরও প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। কোথাও আবার ঝড়ের দাপটে উপড়ে পড়া গাছ পড়ে আটকে গিয়েছে গাড়ি, অটো। উদ্ধারকারী দল সেগুলো সরিয়ে প্রকৃতির তাণ্ডবের পর আবারও সবকিছু স্বাভাবিক করার কাজে নিযুক্ত রয়েছে।