বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আগামী দুদিন গোটা বাংলা জুড়ে চলবে প্রবল ভারী বৃষ্টি

বাংলাহান্ট ডেস্কঃ শনিবারও উত্তরের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়ার দফতর (weather office)। সেইসঙ্গে জানা গিয়েছে, মধ্যভারত এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার থেকে।

আগে থাকতেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তারউপর পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে উত্তর-পূর্ব ভারতে শনিবার পর্যন্ত থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

todays Weather report 22 nd august of west Bengal

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33 ° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা94%
বাতাস8 km/h
মেঘে ঢাকা89

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

kolkata 1507553212

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ। রবিবারে দার্জিলিং-এ রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কিছু কিছু জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর