বাংলাহান্ট ডেস্কঃ জাঁকিয়ে শীতের সম্ভাবনা না থাকলেও, এবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (weather office)। উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও- এমনটা জানা গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। আর যার ফলেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার এবং বুধবার রাজ্যের কিছু কিছু এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরে যেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তেমন রয়েছে দক্ষিণেও। পূর্বাভাস বলছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং-এও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 28° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 18° C |
আদ্রতা | 89% |
বাতাস | 0 km/h |
মেঘে ঢাকা | 51% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা ও রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।