বাড়ছে শীতের দাপট, আবহাওয়া দফতর জারি করল বেশকিছু সতর্কতা

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার এই মরশুমের আরও একটি শীতলতম দিন পেরোল বাংলার মানুষ। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, ঠাণ্ডার পারদের এই ওঠা নামা চলতে থাকবে চলতি বছরের প্রায় শেষ অবধি। এই বাড়তে থাকা ঠাণ্ডার মধ্যেও মানুষজন ছুটির দিনে পিকনিক বা ভ্রমণের দিকে মন দিতে ভোলেনি। তাই গতকাল ছুটির দিনে একপ্রস্থ চলল জমিয়ে হইহুল্লোড়।

তবে এই হইহুল্লোড়ের মধ্যে মদ্যপান থেকে বিরত থাকতে বলছে আবহাওয়া দফতর। বিশেষজ্ঞদের মতে, মদ্যপান শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়। তাই মদ্যপান থেকে বিরত থাকুন এবং বাড়িতেই থাকুন।

cold wave1 1576551052

আজকের আবহাওয়া
কদিন ধরে শুধু ঠাণ্ডার পারদ নেমেই যাচ্ছে। রবিবার আরও একটি শীতলতম দিন কাটল এই মরশুমের। তাও এই ঠাণ্ডার মধ্যেই কিন্তু জমিয়ে হইহুল্লোড় করছে বঙ্গবাসী। শীতের সময় পিকনিক আর ভ্রমণ, করোনা আবহের মধ্যে কিছুটা কম থাকলেও, আবারও শুরু হয়ে গিয়েছে শীতকালীন ঘোরা ফেরা।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। তবে আজকে তাপমাত্রার পারদ কিছুটা উর্দ্ধগামী থাকতে পারে। সকালের দিকে কিছুটা সময় আংশিক রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। তবে রাতের দিকে আবারও নামতে পারে তাপমাত্রার পারদ।

chinnomul 11

বাড়তে পারে রাতের তাপমাত্রা
পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, আজকের দিনে বাংলার উত্তরের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামী কয়েকদিনে কমতে পারে রাতের তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি করে কমতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা। জাঁকিয়ে হাড়কাপানো ঠাণ্ডা অনুভব করবে বাংলার মানুষ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর