বাংলার এই জেলাগুলিতে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জানিয়ে দিল আবহাওয়া দফতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ফাল্গুনের আকাশে যেন আগুন ছোঁয়া। এখনই যা রোদের তেজ, তাতে গা পুড়ে যাওয়ার জোগাড়। আবার আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি ওপরে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। কিন্তু এই ঘূর্ণাবর্তের গতি প্রকৃতি সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

শীতের এই শেষবেলায় বাংলার দক্ষিণ ভাগে তাপমাত্রার পারদ চড়লেও, উত্তরদিকে বজ্রবিদ্যুতসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন- একদিকে দক্ষিণের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের বেশকিছু এলাকায় আগামী ৩-৪ দিন সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকবে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে কলকাতায় থাকবে ৩৫-৩৭ ডিগ্রির মধ্যে। বাকি অন্যান্য জায়গায় একটু কম থাকা সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বাংলার উত্তরভাগে ঠিক উলটো আবহাওয়া বিরাজ করবে। উত্তরের বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা কুয়াশার সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা।

আজকের আবহাওয়া
রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সকাল থেকে হালকা রোদের তেজ অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রোদের তেজ প্রভাব ফেলতে পারে। আজকের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও, সর্বনিম্ন তাপমাত্রা বেশকিছুটা বাড়তে পারে। মাঝ ফাল্গুনের এই রোদেই যেন নাজেহাল হয়ে পড়েছে বঙ্গবাসী।

সম্পর্কিত খবর

X