বদলে যাচ্ছে আবহাওয়ার প্রকৃতি, শুষ্ক বাতাসের সঙ্গে সঙ্গে এবার নামবে রাতের তাপমাত্রাও: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ বর্ষা বিদায়ের পর রাজ্যে অনুভূত হচ্ছে হালকা শীতের পরশ। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, শীতের আগমনের পূর্বে বাংলার কয়েক জায়গায় হালকা বৃষ্টির আমেজ তৈরি হতে পারে। আর তারপরই জাঁকিয়ে পড়বে শীত। দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশও।

ধীরে ধরে বাংলার আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে। সকালে এবং রাতের দিকে নামছে তাপমাত্রার পারদ। অনুভূত হতে শুরু করেছে হালকা শীত। এখনই কিছু মানুষ পাখা চালানো বন্ধও করে দিয়েছে। ভোরের দিকে এবং মাঝারাতের দিকে দেখা যাচ্ছে হালকা কুয়াশাও।

images 2020 10 03T052327.359

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা32° C
সর্বনিম্ন তাপমাত্রা25° C
আদ্রতা89%
বাতাস11 km/h
মেঘে ঢাকা77%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

cold wave continues to prevail in delhi minimum temperature 20 degree celsius 312119

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্ষা বিদায়ের পর রাজ্যে প্রবেশ করতে চলেছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মূলত মেঘলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার থেকে কমতে থাকবে রাতের তাপমাত্রা।


Smita Hari

সম্পর্কিত খবর