বৃষ্টি এবং শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা, বর্ষশেষে ঠাণ্ডায় কাঁপছে বঙ্গবাসীঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ কোন রকম খামতি না রেখে ফুল মেজাজে বাংলার আবহাওয়া (weather) জুড়ে ব্যাটিং করছে শীত। শুরুর দিকে কিছু নো বল হয়ে গেলেও, এখন প্রতিটি বলেই যেন চার ছয় হাকাচ্ছে কনকনে ঠাণ্ডা। প্রতিদিনই অনুভুত হচ্ছে হাড় কাঁপানো ঠাণ্ডা। তবে এরই মধ্যে আবার শৈত্যপ্রবাহ এবং সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

শৈত্যপ্রবাহ এবং বৃষ্টির সম্ভাবনা
শীতের দাপ্টের মধ্যে আবার শৈত্যপ্রাবাহের সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর রাজস্থানে। মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই সেই প্রভাব লক্ষ্য করা যাবে। পাশাপাশি জম্মু, কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডিগড়ে বজ্র বিদ্যুতসহ বৃষ্টিপাত হতে দেখা যেতে পারে। তবে ইতিমধ্যেই কাশ্মীরের ডাল লেক সহ বেশ কয়েকটি লেকের জল জমে বরফে পরিণত হয়েছে।

90057

আজকের আবহাওয়া
কদিন ধরে শুধু ঠাণ্ডার পারদ নেমেই যাচ্ছে। তাও এই ঠাণ্ডার মধ্যেই কিন্তু জমিয়ে হইহুল্লোড় করছে বঙ্গবাসী। শীতের সময় পিকনিক আর ভ্রমণ, করোনা আবহের মধ্যে কিছুটা কম থাকলেও, আবারও শুরু হয়ে গিয়েছে শীতকালীন ঘোরা ফেরা। তবে এই হইহুল্লোড়ের মধ্যে মদ্যপান থেকে বিরত থাকতে বলছে আবহাওয়া দফতর। বিশেষজ্ঞদের মতে, মদ্যপান শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়। তাই মদ্যপান থেকে বিরত থাকুন এবং বাড়িতেই থাকুন।

weather

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। তবে আজকে তাপমাত্রার পারদ কিছুটা উর্দ্ধগামী থাকতে পারে। বিগত কয়েকদিনের তুলনায় আজ কিছুটা কম ঠাণ্ডা অনুভূত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।


Smita Hari

সম্পর্কিত খবর