শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলবে ঝড় বৃষ্টির দাপট: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাত থেকেই নিম্নচাপের জেরে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। বাংলার বেশকিছু জায়গায় আবার বৃষ্টির পাশাপাশি ঝড়ও শুরু হয়ে গিয়েছে। আজ সারাদিনই দুর্যোগের সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়েই।

মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া নিম্নচাপের বৃষ্টির জেরে বুধবার সারাদিন বাংলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আবার কলকাতা সংলগ্ন বহু এলাকায় এখনই জল জমতে শুরু করে দিয়েছে। সেদিক থেকে অফিস টাইমে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে নিত্যযাত্রীদের। আবার সমুদ্র উত্তাল থাকার কারণে, উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

rain

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা28 ° C
সর্বনিম্ন তাপমাত্রা26° C
আদ্রতা95%
বাতাস18 km/h
মেঘে ঢাকা99%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

ch1536472

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ দুর্যোগের ছায়া থাকবে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর