বাংলাহান্ট ডেস্কঃ যাবার বেলায় বারবার যেন ফিরে ফিরে আসতে চাইছে বৃষ্টি। আবহাওয়ার (Weather) সামান্য পরিবর্তন হলেই আবারও নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর বৃষ্টির বিদায়ক্ষণ নির্ধারন করলেও, কিছুতেই বাংলা ছেড়ে বিদায় নিতে চাইছে না বর্ষা। শেষবেলায় সমস্ত শক্তি প্রয়োগ করে ভাসিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করেছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূল বরাবর একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা করছে হাওয়া অফিস। এই নিম্নচাপের জেরে সপ্তাহ শেষে বাংলার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই ধেয়ে আসবে ঘোর বর্ষা। সেইসঙ্গে সঙ্গী হবে বজ্রপাতও।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই আকাশে কখনও রোদ আবার কখনও মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মেঘের পরিমাণ অপেক্ষা রোদের ঝলকানি বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে মাঝে মধ্যে উড়ো মেঘ এসে দু এক পশলা বৃষ্টি ঢেলে দিয়ে যাচ্ছে বিদায় বেলায়। তবে নিম্নচাপের জেরে আবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়াবিদরা।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে মাঝে মধ্যে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতেও বজ্রবিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
তৈরি হচ্ছে নিম্নচাপ
নতুন সংগঠিত এই নিম্নচাপের জেরে বাংলার দুই প্রান্তে বপজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি আসন্ন। ওড়িশা উপকূল, বীরভূম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের পাশাপাশি অসম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, মিজোরাপ, ত্রিপুরার বেশ কিছু এলাকায় আগামী ৪-৫ দিন চলবে বৃষ্টির আমেজ। শুক্রবার থেকেই এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে।