২৪ ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে মরশুমের প্রথম কালবৈশাখী, আগাম পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ চৈত্রের দাবদাহে অস্থির বঙ্গবাসী। মন চায় বৃষ্টির ছোঁয়া। হাঁসফাঁস করতে থাকা গরমের মাঝেই স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর (weather office)। বঙ্গে আগামীকালই ধেয়ে আসতে পারে মরশুমের প্রথম কালবৈশাখী। উত্তরদিকে অনেক বৃষ্টিপাত ঘটিয়ে এবার দক্ষিণের দিকে মুখ ফিরিয়েছে আবহাওয়া।

চড়তে থাকা তাপমাত্রার পারদ, এবার কিছুটা নীচের দিকে নামবে। আগামী ২-৩ দিন কিছুটা হলেও কমতে পারে তাপমাত্রার পারদ, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি আরও জানিয়েছে, বাঁকুড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় তাপপ্রবাহ চললেও উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বিকালের দিকে বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

Cyclone Fani

এবছর যেন কিছুটা আগেই গরম চলে এল বাংলায়। আগে মে মাসে গরমের তেজ সহ্য করতে হত। তারপর গত ১০ বছর ধরে এপ্রিল মাস থেকেই রোদের দাপট দেখা দিচ্ছিল। আর এবার মার্চের বসন্তেই একেবারে গ্রীষ্মের অনুভূতি যেন পাগল পাগল করে তুলেছে বাংলার মানুষকে।

আজকের আবহাওয়া
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা গেলেও এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছিল হাওয়া অফিস।

in delhi hot

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন না হলেও, সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। তবে এবার উষ্ণতার পারদ নামিয়ে কিছুটা স্বস্তি দিতে চলেছে আবহাওয়া।

Smita Hari

সম্পর্কিত খবর