নামল তাপমাত্রার পারদ, নেই বৃষ্টির সম্ভাবনা, ঝকঝকে দিনের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ পৌষের শেষে বেশ ভালোরকমই ঠান্ডার আমেজ পাচ্ছেন মানুষজন। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, কনকনে ঠান্ডা থাকলেও, বঙ্গে আজ নেই বৃষ্টির পূর্বাভাস। আকাশ থাকবে ঝকঝকে পরিষ্কার। তবে ঠান্ডার পারদ আরও নামার পূর্বাভাসও রয়েছে।

মাঝে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশের পথে বাঁধা পেলেও, বর্তমান সময়ে সেই পরিস্থিতি কেটে গিয়ে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে বাংলার দিকে। যার কারণে ফের আরও একবার চড়তে পারে তাপমাত্রার পারদ।

winters Copy

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা25° C
সর্বনিম্ন তাপমাত্রা15° C
আদ্রতা89%
বাতাস8 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

weather c79181e0 da45 11e6 bfdf 9650955a20b7

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর