দুই বঙ্গেই আবহাওয়ার হেরফের, একদিকে হবে ভারী বৃষ্টি অন্যদিকে বাড়বে অস্বস্তি: আজকের আবহাওয়া

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। যার কারণে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তবে এখনই বাংলার দক্ষিণের আকাশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে উত্তরে রয়েছে সামান্য বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টি এখন হবে না বলেই জানিয়েছে হাওয়া দফতর। তবে মেঘলা আকাশে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি এবং ভ্যাপসা গরম। তবে উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 35 ° C
সর্বনিম্ন তাপমাত্রা 28° C
আদ্রতা 85%
বাতাস 8 km/h
মেঘে ঢাকা 95%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় হালকা বৃষ্টির চেয়েও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে, রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধির সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

X