বাংলাহান্ট ডেস্কঃ শেষ হয়েছে বাংলায় আট দফা নির্বাচন। একদিকে নির্বাচনী উত্তাপ, আর অন্যদিকে আবহাওয়ার (weather) পারদ বৃদ্ধি- সবকিছু মিলিয়ে সেদ্ধ হয়ে রয়েছে বঙ্গবাসী। চাতকের মত চাইছে বৃষ্টির ছোঁয়া। নির্বাচনের মাঝে সেভাবে বৃষ্টির দেখা না মিললেও, ফলাফলের দিন ঝেঁপে বৃষ্টি আসার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। বাড়ছে পরিবেশের উত্তাপও। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, এপ্রিলে আর সেভাবে কোন ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টির আগমন ঘটতে পারে মে মাসের প্রথম সপ্তাহেই। আর সেইমতই আগামী রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার দক্ষিণের সব জেলাতেই- এমনটাই জানাল হাওয়া অফিস।
জানা গিয়েছে, বাংলার উত্তরের কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে রবিবার এবং সোমবার সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি গোটা বাংলা জুড়েই ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও, সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন নাও হতে পারে। তবে সকালের দিকে কিছুটা মেঘলা আবহাওয়া থাকলেও, বেলার দিকে ধীরে ধীরে তা কেটে গিয়ে চড়া রোদের প্রকাশ ঘটবে।