বাংলাহান্ট ডেস্কঃ ইয়াস যেতে না যেতেই মুড চেঞ্জ আবহাওয়ার (weather), বাতাসে ফিরছে আবারও উষ্ণতা। বৃষ্টির ছিটেফোঁটাও দেখা গেল না গত ২ দিন ধরে। তবে আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, আজ অর্থাৎ রবিবার থেকে কয়েকদিন টেস্ট সিরিজ দেখা পারে বৃষ্টির।
আবহাওয়াবিদদের ধারণা অনুযায়ী, দেশের মধ্যে কেরলে সর্বপ্রথম বর্ষার প্রবেশ ঘটে। তবে এবছর ৩১ শে মে কেরলে বর্ষা ঢোকার সময় নির্ধারিত হলেও, আগে ভাগেও ঘটেছে বর্ষার আগমন। তবে কেরলে বর্ষার আগমনের সঙ্গে বাংলার কোন সম্পর্ক নেই বলেই জানা গিয়েছে। কেরলে যদিও বা দেরীতে বর্ষা প্রবেশ করে, তবুও কিন্তু বাংলায় সঠিক সময় অর্থাৎ ৮ ই জুন বর্ষার প্রবেশ ঘটবে।
অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায় আজ থেকে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে বর্ষার। কলকাতা, হুগলি,পুরুলিয়া, ঝাড়গ্রাম,, ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদা, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
আজকের আবহাওয়া
রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক থেকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুরই পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। তবে সকাল থেকে কলকাতাসহ আশেপাশের এলাকার আকাশের মুখ বেশ ভার রয়েছে। বেলা গড়াতেই বৃষ্টির দেখা মিলতে পারে বলেও জানিয়েছে হাওয়া দফতর।