চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত, বৃষ্টির সম্ভাবনা বাংলাতেও: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই তামিলনাড়ুতে বৃষ্টি আকারে ঝরে পড়ছে। আর যদি বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়, তাহলে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ প্রবল বৃষ্টিতে ভাসতে পারে। বাড়তে পারে তাপমাত্রার পারদ, উধাও হতে পারে শীত।

তবে আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, পাহাড়ি এলাকায় বরফপাত শুরু হচ্ছে ৩০ শে নভেম্বর থেকেই। পার্বত্য এলাকায় হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রার পারদ। আবার ২ রা ডিসেম্বর থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুজরাট, উত্তর মহারাষ্ট্র, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ রাজস্থানে।

UP winter rain website

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা29° C
সর্বনিম্ন তাপমাত্রা18° C
আদ্রতা80%
বাতাস11 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকেও আবছা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

q4 123014102629 1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। তবে ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে শীত পোশাক। জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বঙ্গবাসী। আর এখনই তো একদিকে পিকনিক, আর অন্যদিকে পিঠে পুলি খাওয়ার সময়।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা ও রাতের দিকেও আবছা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর