রয়েছে জাঁকিয়ে শীতের পূর্বাভাস, কালী পুজোয় কেমন থাকবে বাংলার আকাশ, জানাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ সকালের দিকে বেশ ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। শীত পড়েছে রাতের দিকেও। তবে এরই মধ্যে আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির কোন সম্ভাবনা। আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। সেইসঙ্গে নামবে তাপমাত্রার পারদ। সুতরাং কালী পুজোয় বেশ ঠান্ডা পেতে পারে বঙ্গবাসী, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। এখন সময় শীতের আগমনের। তবে এরই মধ্যে বেশকিছু দিন সকালের দিকটা হালকা মেঘাছন্ন দেখা গেলেও, বেলার দিকে বেশকিছু জায়গায় বৃষ্টির ধারা দেখা গিয়েছিল। তবে হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই। এবার পড়বে জাঁকিয়ে শীত।

winter9 1606201481

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা23° C
আদ্রতা84%
বাতাস8 km/h
মেঘে ঢাকা57%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

d2d630ea7f89b615aa9308e73030bbca3f640517 1540475261984 1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্ষা বিদায়ের পর রাজ্যে প্রবেশ করতে চলেছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা এবং রাতের দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার থেকে কমতে থাকবে রাতের তাপমাত্রা।


Smita Hari

সম্পর্কিত খবর