আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাংলার এই জেলাগুলিতে ঝেঁপে আসছে বৃষ্টি: আজকের আবহাওয়া

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নিম্নচাপের বৃষ্টি বুধবার বিকেলে থেকেই কিছু কিছু জায়গায় থেমে গিয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, নিম্নচাপটি বুধবার সন্ধ্যে নাগাদ কিছুটা দুর্বল হয়ে পড়ে। তারপর ঝাড়খণ্ডের ধানবাদের কাছে গিয়ে বর্তমানে আশ্রয় নিয়েছে। সেই কারণে বাংলার উপর থেকে চাপ কিছুটা হলেও কমেছে।

হাওয়া দফতর জানাছে, নিম্নচাপ অবস্থান বদল করায় কলকাতা এবং তৎসংলগ্ন জেলাগুলোতে সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনাই নেই। তবে পশ্চিমের বেশ কিছু জেলায় কিছুক্ষণের মধ্যে রয়েছে ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 31 ° C
সর্বনিম্ন তাপমাত্রা 26° C
আদ্রতা 91%
বাতাস 10 km/h
মেঘে ঢাকা 96%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নিম্নচাপের জেরে আর ২-৩ ঘণ্টার মধ্যেই পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে ফের জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে শনিবার থেকে উত্তরবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যে কারণে কলকাতা সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

X