আবারও কি বাড়তে চলছে ঠান্ডার দাপট! জানুন আবহাওয়া রিপোর্ট

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বাংলা থেকে শীত যেন বিদায় নেওয়ার নামই নিচ্ছে না। আবহাওয়া (weather) রিপোর্টে ঘুরে ফিরে সেই জায়গা করে নিচ্ছে ঠাণ্ডার তীব্রতা। তবে কনকনে ঠাণ্ডা না থাকলেও, বেশ ঠাণ্ডার আমেজ কিন্তু ভালোই অনুভব করা যাচ্ছে। সঙ্গে বেশকিছু জায়গায় রয়েছে ঘন কুয়াশার দাপট।

হাওয়া অফিস সূত্রের খবর, তাপমাত্রা এখনও কদিন এভাবেই কমতে থাকবে। ফেব্রুয়ারীর প্রায় ৩-৪ তারিখ অবধি এইরকম ঠাণ্ডা আমেজ বজায় থাকবে বলে জানা গিয়েছে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, কোচবিহারের পাশাপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের বেশকিছু জায়গায় কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। শেষবেলায় যেন নিজের সমস্তটা উজার করে দিতে চাইছে শীত।

আবার আবহাওয়া দফতর জানিয়েছে, এই কুয়াশার জেরেই নাকি জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারছে না। এই কুয়াশা কেটে গেলেই আবারও ২-৩ দিনের জন্য বেশ জাঁকিয়ে ঠাণ্ডা অনুভব করবে বাংলার মানুষ। তাই ঠাণ্ডার আমেজ আরও কিছুদিন উপভোগ করতে পেরে বেজায় খুশি শীতপ্রেমী মানুষজন।

আজকের আবহাওয়া
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

হাওয়া অফিস সতর্কবার্তা দিয়েছে, এখনই যেন বঙ্গবাসী লেপ -কম্বল তুলে রাখার প্রয়োজন নেই। শেষবেলায় ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ নাগাদ চলতে পারে এই শীতের আমেজ। কখনও নামবে, কখনও উঠবে- এইভাবেই আরও বেশকিছু দিন চলবে তাপমাত্রার পারদ।

X