বাংলাহান্ট ডেস্কঃ ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা। এবার থেকে জাঁকিয়ে শীতের অনুভূতি পেতে চলেছে বঙ্গবাসী। কালী পুজোয় বেশ ঠান্ডা পেতে পারে বাংলার মানুষ, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
ভোর এবং রাতের দিকে বেশ ঠান্ডা অনুভুত হতে শুরু করে দিয়েছে। আবার, বেলার দিকে বেশ ঝলমলে রোদ উঠতেও দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও বড়তে শুরু করেছে শীতের প্রকোপ। রবিবারও বেশকিছুটা নামবে রাতের তাপমাত্রা।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 31° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 22° C |
আদ্রতা | 70% |
বাতাস | 13 km/h |
মেঘে ঢাকা | 51% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা রোদ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্ষা বিদায়ের পর রাজ্যে প্রবেশ করতে চলেছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা আকাশ এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার থেকে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা।
‘দলের মধ্যেই ব্যাপক টাকার লেনদেন…’, মদনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়