বাংলাহান্ট ডেস্কঃ বর্ষার আগমন এখনও না হলেও, আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে বাংলায় এখন প্রাক বর্ষার মরশুম চলছে। অর্থাৎ বর্ষা টেস্ট ম্যাচ শুরু করার আগে, একটু নেট প্রাকটিস সেরে নিচ্ছে। হিসেব মত, আজই কেরলে বর্ষার আগমন ঘটবে। পাশাপাশি ৮ থেকে ১২ ই জুনের মধ্যেই বাংলায় বর্ষার প্রবেশের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
১ লা জুন কেরলে বৃষ্টির প্রবেশের দিনক্ষণ নির্ধারিত হলেও, সে সময় কিছুটা পিছিয়ে যায়। জানা গিয়েছে, ১ লা জুন নয়, ৩ রা জুন বর্ষার আগমন ঘটবে কেরলে। কিন্তু তার পূর্বেই বিক্ষিপ্তভাবে বাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি হতে দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস আর বজ্রপাতও।
হাওয়া অফিস সূত্রের খবর, বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিললেও, এখনও অবধি বর্ষার মরশুমের শুরুই হয়নি। তারউপর আজই কেরলে বর্ষার প্রবেশ হবে। তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জোলো হাওয়া প্রবেশের ফলে ইতিমধ্যেই বাংলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও, বৃদ্ধি পেতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সকালের দিকে রোদেলা আকাশ দেখা গেলেও, বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।