আর মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ, প্রভাব পড়বে বাংলার এই এলাকাগুলিতে: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ (cyclone Jawad)। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে শনিবার সকালের মধ্যেই পৌঁছে যাবে এই ঘূর্ণিঝড়। এরপর আসতে আসতে উত্তর ও উত্তর-পশ্চিমে ঘুরে ওড়িশা উপকূল ধরে এগিয়ে যাবে।

রবিবার নাগাদ পুরীর কাছাকাছি হানা দিতে পারে এই ঘূর্ণিঝড়। সেখানে তান্ডব দেখিয়ে তারপর ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়তে শুরু করেছে শনিবার সকাল থেকেই, বিরাজ করছে মেঘলা আকাশ। বেলার দিকে উপকূল এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্ক করা হয়েছে সমুদ্র উপকূলবর্তী মানুষজনকে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রযাত্রায়।

cyclone in usa

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা25° C
সর্বনিম্ন তাপমাত্রা22° C
আদ্রতা81%
বাতাস5 km/h
মেঘে ঢাকা100%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মত অবস্থা এবং সেইসাথে শক্তিশালী বাতাস ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিনগুলো বঙ্গবাসীর কাছে দুর্যোগপূর্ণ কাটবে বলেই অনুমান করা হচ্ছে। যার প্রভাবে শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

old digha 1

রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম এবং হাওড়া থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মত অবস্থা এবং সেইসাথে শক্তিশালী বাতাস ও ভারি বৃষ্টি ও রাতের দিকে মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর