শীতের পথে বাঁধা হচ্ছে ঘূর্ণাবর্ত, চড়ছে তাপমাত্রার পারদঃ আবহাওয়া রিপোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ আবারও ধীরে ধীরে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর (weather office) আগেই জানিয়েছিল, সোমবারের পর থেকেই দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকায় তাপমাত্রা বাড়তে চলেছে। কারণ, শীতের পথে বাঁধা হচ্ছে দুই ভিলেন। এবার সেইদিকেই এগোচ্ছে আবহাওয়ার গতি।

আবহাওয়া দফতর সূত্রের খবর, বিহারের দু-একটি জায়গায় হালকা কুয়াশা থাকলেও, ওড়িশার বেশকিছু জায়গায় ঘন কুয়াশা দেখতে পাওয়া গেছে। তবে তারমধ্যে বেশ কিছু জায়গায় তাপমাত্রা হ্রাস বৃদ্ধিও লক্ষ্য কর গেছে। শীতের পথের এই দুই ভিলেন সম্পর্কে আবহাওয়া দফতর জানিয়েছে, একদিকে এক ভিলেন অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর ভারত থেকে আসা উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আবার, অন্যদিকে পূ্বালী হাওয়া বইছে বঙ্গোপসাগরের দিক থেকে। এই দুইয়ের সম্বন্বয়ে দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তর-পূর্ব ভারতে।

Odisha 710x400xt 1

আজকের আবহাওয়া
বিগত কয়েকদিন ধরে শুধু ঠাণ্ডার পারদ ক্রমাগত নেমেই যাচ্ছিল। বর্ষশেষের এবং বর্ষবরণের আনন্দে মেতে উঠেছিল মানুষজন। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন আবারও চড়বে তাপমাত্রার পারদ। তার আগাম প্রভাব পড়তে শুরু করে দিয়েছে।

in delhi 24

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। বিগত কয়েকদিনের থেকে আজকের সর্বোচ্চ তাপমাত্রা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আবহাওয়ার খবরে এবার আগামী কয়েকদিন প্রাধান্য পাবে তাপমাত্রার পারদ চড়তে থাকার খবর। তারপর পৌষ সংক্রান্তির আগে আগে আবারও শীত তার নিজের অস্তিত্বের জানান দেবে।


Smita Hari

সম্পর্কিত খবর