পশ্চিমবঙ্গের এই পাঁচটি জেলায় আজ হতে চলেছে ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রপাত: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ কিছুটা হলেও কমেছে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ। তবে এখনই দুর্যোগ মুক্তির আভাস দিচ্ছে না আবহাওয়া দফতর (weather office)। উত্তর পূর্ব বিহার থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, তার জেরেই এখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার উত্তরের জেলাগুলোতে।

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে নদীর জলস্তর বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, পাশাপাশি ধস নামারও আশঙ্কা রয়েছে। যার জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

todays Weather report 18 th june of west Bengal

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা88%
বাতাস5 km/h
মেঘে ঢাকা64%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের কিছুটা পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

chennai rain pti 1200 1603943890

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

আগামী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে মালদহ এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। অন্যদিকে, বীরভূম ও মুর্শিদাবাদে রবিবার সকালের দিকে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণের জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর