বাংলাহান্ট ডেস্কঃ উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, এই জোড়া দাপটের জেরেই বাংলা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)। টানা বৃষ্টির জেরে বেহাল দশা বাংলার। গ্রাম বাংলা থেকে শহর কলকাতা, বৃষ্টির জলে বানভাসী বঙ্গবাসী।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দিন ভোর বৃষ্টির পর বৃহস্পতিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি জারী থাকবে শুক্রবার অবধি। যার জেরে আরও আশঙ্কার দিন গুনছে জলমগ্ন এলাকার মানুষজন। ইতিমধ্যেই নদীর জলস্তর বৃদ্ধি, বৃষ্টি জমা জল এবং সর্বোপরি বাঁধের জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত বহু এলাকা। তবে বৃষ্টি না থামলে, জল কমার সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 33° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 28° C |
আদ্রতা | 94% |
বাতাস | 0 km/h |
মেঘে ঢাকা | 96% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মাঝেমধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে কয়েকবার বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই জল থইথই হাওড়া, হুগলি, খানাকুলের একাংশে। তারউপর বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবার কলকাতা সহ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।