বাংলাহান্ট ডেস্কঃ মাঘের শীত লম্বা ইনিংস খেলার প্রস্তুতি নিয়ে নিয়েছে। আবহাওয়া (weather) রিপোর্ট বলছে, তাপমাত্রা সাময়িক বৃদ্ধি পেলেও, রবিবারের পর থেকে আবারও নামবে তাপমাত্রার পারদ। মাঝে পশ্চিমী ঝঞ্ঝার এন্ট্রি হওয়ায়, নিজের দাপট ঠিকভাবে দেখাতে পারছিল না উত্তুরে হাওয়া। পশ্চিমি ঝঞ্ঝা কেটে গেলেই ফিরবে শীতের দাপট।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ১০ ই ফেব্রুয়ারী অবধি চলবে এই ঠাণ্ডার ইনিংস। কিন্তু হুট করে ২-১ ডিগ্রি বাড়তে শুরু করেছিল তাপমাত্রার পারদ। তবে আবার জানা গিয়েছে এরই মধ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ফলে তাপমাত্রা নামার আগাম ইঙ্গিত।
আগামী ৭ ই ফেব্রুয়ারী বাংলার উত্তরের এবং দক্ষিণের বেশকিছু জায়গায় রয়েছে আগাম বৃষ্টির পূর্বাভাস। উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণের কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আবার সোমবার থেকে নামতে পারে তাপমাত্রার পারদ।
আজকের আবহাওয়া
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে উজ্জ্বল রোদ এবং রাতের দিকে মূলত পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের কারণে বাচ্চা এবং বয়স্কদের সকালের দিকে এবং রাতের দিকে ঘর থেকে বেরোতে নিষেধ করে জারি করেছিল হলুদ সতর্কবার্তা। আবহাওয়াবিদদের নির্দেশ, এখনই বঙ্গবাসীর লেপ -কম্বল তুলে রাখার কোন প্রয়োজন নেই। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ পার করেও যেতে পারে এই শীতের আমেজ।