বাংলাহান্ট ডেস্কঃ মে পেরিয়ে জুনের ৪ দিন হয়ে গেলেও, বৃষ্টির দেখা নেই। মানুষজন যেন চাতকের মত অপেক্ষা করে রয়েছে বর্ষারাণীর আশায়। এরই মাঝে আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, নির্ধারিত সময়েই অর্থাৎ গত ৩ রা জুন কেরলের হাত ধরে বর্ষা প্রবেশ করেছে ভারতে। স্বাভাবিক ভাবেই এখন বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন, বাংলায় কবে প্রবেশ করবে বর্ষা?
বঙ্গবাসীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুখবর দিলেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের হাত ধরেই ১১ ই জুন বঙ্গে বর্ষার প্রবেশের পূর্বাভাস দিল হাওয়া অফিস। সেইসঙ্গে জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে প্রচুর পরিমাণে মৌসুমী বায়ু রাজ্যে এন্ট্রি নেবে রাজ্যে। ১০ ই জুন রাত থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশের পথ তৈরি করতে নেবে। সেইমত ১১ তারিখ থেকে আগামী ৪৮ ঘণ্টা ঝেঁপে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তারপর এগোবে উত্তরবঙ্গের দিকে।
স্বাভাবিক সময়ের কিছুটা দেরীতে কেরলে বর্ষা প্রবেশ করায়, বাংলাও কিছুটা দেরী হয়ে গেল বর্ষার আসতে। প্রচণ্ড দাবদাহের হাত থেকে এবার কিছুটা হলেও রেহাই পাবে বাংলার মানুষজন। কারণ ইয়াস পরবর্তীতে আর সেভাবে বৃষ্টির দেখাই মেলেনি। এবার বঙ্গে প্রবেশের সঙ্গে সঙ্গে ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, ছত্তীসগড়েও বৃষ্টি শুরু হবে।
আজকের আবহাওয়া
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মেঘ ও রোদ এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সর্বনিম্ন তাপমাত্রা একই থাকতে পারে। সকাল থেকেই তীব্র রোদের ঝলকানি দেখা যাচ্ছে কলকাতা সহ আশেপাশের এলাকায়। কিন্তু রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।